কুষ্টিয়ায় ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যা

রাশেদুজ্জামান রিমন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

কুষ্টিয়ার মিরপুরে ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে নানীর বিরুদ্ধে। এতে জান্নাতুল নামের দেড় বছরের ওই শিশুটির মৃত্যু হয়েছে। সে ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের জাকারিয়া মেয়ে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় অভিযুক্ত নানী রহিমা খাতুনকে (৪০) পুলিশ আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় মাজিহাটএলাকার জিয়ারুলের নাতি জান্নাতুল কয়েকদিন পূর্বে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ঘমন্ত থাকা অবস্থায় নানী রহিমা খাতুন শিশুটিকে পুকুরে পানিতে ফেলে দেয়।

এরপর তিনি এলাকাবাসীকে বলতে থাকে আমি শিশুটিকে পানিতে ফেলে দিয়েছি। পরে স্থানীয় জনগণ পুকুরে খোজাখুজি এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ এবং অভিযুক্ত নানীকে আটক করা হয়েছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: