এনটিআরসিএ : ১৭তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু ২৪ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভাইভার অ্যাডমিট প্রকাশিত হবে। এইদিন বিকেলে পাঁচটায় এসএমএস পাঠিয়ে প্রার্থীদের ভাইভার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে। এরপরই ভাইভার অ্যাডমিট প্রকাশ করা হবে।

এনটিআরসিএ বলছে, নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd) থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে।

জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে সব শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্ট, এনআইডি ও অ্যাডমিট কার্ডের মূলকপি ও একসেট ফটোকপি সঙ্গে আনতে হবে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: