একই দিন ঈদ হতে পারে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগে ঈদ হবে-এমনটাই এতদিন ঘটে আসছে। তবে এবার বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে একই দিন ঈদ হতে পারে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

পবিত্র রমজান একেবারে শেষ দিকে। চাঁদ ওঠা সাপেক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে কাল শুক্রবার (২১ এপ্রিল) ঈদ উদযাপিত হতে পারে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার চেষ্টা করবে। চাঁদ দেখার জন্য এসব দেশে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

তবে এখন যেহেতু প্রযুক্তি এগিয়েছে, ফলে চাঁদ কখন কোন সময় উঠবে, প্রযুক্তির মাধ্যমে সেটি আগেভাগে জানার চেষ্টা করা হয়। এবারও তাই করা হয়েছে। এটি করতে গিয়ে চাঁদ ওঠার খবর নিয়ে বিভিন্ন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি সংস্থা বলেছে, মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ হবে। আবার অন্য আরেকটি সংস্থা বলেছে, শনিবার ঈদ হবে। যদিও বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন মধ্যপ্রাচ্যে শুক্রবারই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একটি বিশ্লেষণে জানিয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশে খালি চোখে চাঁদ দেখা যাবে ২১ এপ্রিল রাতে। ফলে ঈদ উদযাপিত হবে ২২ এপ্রিল শনিবার।

সংবাদমাধ্যমটি যুক্তরাজ্যের এইচএম নটিক্যাল অ্যালমানাক অফিসের বরাতে জানিয়েছে, নতুন চাঁদের জন্ম হবে ২০ এপ্রিল ৪টা ১৩ মিনিটে (গ্রিনিচ সময়) । কিন্তু এ চাঁদটি শুধু উত্তর আমেরিকার কিছু জায়গায় দেখা যাবে।

আর পুরো বিশ্বের মানুষ শুক্রবার খালি চোখে ঈদের চাঁদ স্পষ্ট দেখতে পাবেন।

তবে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে শুক্রবার রাতেও খালি চোখে চাঁদ দেখা যাবে না। তবে বিশেষ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা মিলতে পারে। ফলে এসব দেশে রোববার ঈদ হতে পারে। তবে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, দেশটিতে ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

আলজাজিরা চাঁদ ওঠার বিষয়টি পরিষ্কার করতে একটি গ্রাফিক্সও ব্যবহার করেছে। এতে দেখা যাচ্ছে, ২০ এপ্রিল সন্ধ্যায় চাঁদ উত্তর আমেরিকার দেশগুলোতে দেখা যাবে (লাল রঙে চিহ্নিত অংশ)। এই গ্রাফিক্সটি তৈরি করা হয়েছে ক্রিসেন্ট মুন ওয়াচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী।

অপরদিকে ২১ এপ্রিল সন্ধ্যার দিকে পুরো বিশ্বে খালি চোখে চাঁদ দেখা যাবে। এতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যেদিন চাঁদ দেখা যাবে, সেদিন বাংলাদেশেও চাঁদ দেখা যাবে।

তবে শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবারই মধ্যপ্রাচ্যে চাঁদের দেখা মিলবে কি না সেটি সন্ধ্যার সময়ই নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: