ইবি ছাত্রীর স্বর্ণপদক জয়

ইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধু আন্তঃবিশ^বিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২-এ স্বর্ণপদক জিতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী তামান্না আক্তার।

শুক্রবার সকালে আসরের প্রথম ইভেন্টে ১৫ কিলোমিটার  ম্যারাথনে প্রথম হয়েছেন তিনি। হাতিরঝিলের মুক্তমঞ্চে মাসব্যাপী এই স্পোর্টস চ্যাম্পসের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

স্বর্ণপদক জয়ী তামান্না আক্তার বলেন, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে স্বর্ণপদক জয়লাভ করেছি। সামনে আরো চারটি ইভেন্টে অংশগ্রহণ করবো। সবার কাছে দোয়াপ্রার্থী। এর আগে বঙ্গবন্ধু আন্তঃবিশ^বিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের গত আসরে পাঁচটি স্বর্ণপদক জিতে সেরা অ্যাথলেট নির্বাচিত হন তামান্না।

এ ছাড়াও দেশের মাটিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৩টি স্বর্ণপদক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি স্বর্ণপদক লাভ করেছেন তিনি।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: