দেশব্যাপী চলমান বিএনপি-জামায়েতের অবরোধ সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ব্যানার ঝুলিয়েছে শাখা ছাত্রদল।
সোমবার সকাল ৭টার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা ব্যানার ঝুলিয়ে দেন। তবে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানা মাত্রই ব্যানার সরিয়ে ফেলে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে ‘অবরোধ’ লেখা সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেয় তারা। ব্যানারে লেখা ছিল ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘রাষ্ট মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রশাসন ভবন ও একাডেমিক ভবনে এ কর্মসূচি পালনের মাধ্যমে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। অবরোধের সমর্থনে আমাদের কর্মসূচি চলমান থাকবে।’
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা এরকমটা শুনে ছিলাম। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হয়ে কোন ধরনের প্ল্যাকার্ড পায়নি।’