আশেকীন আওলিয়া পরিষদ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আবুল কাশেম রুমন, সিলেট
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

মহানবী হযত মোহাম্মদ (সাঃ) এর অব-মাননাকারী কুখ্যাত নাস্তিক আসাদনূরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব-বন্ধন ও ভিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আশেকীন আওলিয়া পরিষদ শরীয়তপুর জেলা শাখা।

১৪ আগস্ট সোমবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা শহীদ মিনার সড়কের সামনে মানব-বন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আশেকীন আওলিয়া পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহব্বায়ক সুরেশ্বর দরবার শরীফের খেলাফতপ্রাপ্ত খলিফা মো: শফিকুল ইসলাম, কাগদী সিদ্দিকিয়া খানকা শরিফের বর্তমানপীর সাহেব মাওলানা নেছার উদ্দিন, সুরেশ্বর দরবার শরীফের খেলাফতপ্রপ্ত খলিফা মফিজুল ইসলাম, ধানুকা খানকা শরিফের সভাপতি মোঃ আছালউদ্দিন ভান্ডারী, গোলেমদিনা দরবার শরিফের খলিফা মাওলানা নুরুল ইসলাম রাজগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নেছারউদ্দিন ও অশেকীন আওতিয়া পরিষদের সদস্য বিভিন্ন  পীর-আওলিয়া কেরামের মুরিদান ও আশেকান  জাকেরান ব্যক্তিবর্গ।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories