আমের ডাল পড়ে মৃত্ বৃদ্ধার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের সাকিনা খাতুন (৪৭) নামের এক মহিলা আম গাছের ডাল চাপা পড়ে নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটেন। সে তারিনীপুর  গ্রামের লাল মিয়ার স্ত্রী।

ঝড়ের দিনের সন্ধ্যায় দুই সন্তানের গৃহবধূর অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় পরদিন বৃহস্পতিবার বিকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপজলার হাউলী ইউনিয়নের তারিনীপুর মাঝের পাড়ায় ওই গৃহবধূর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিহত গৃহবধূ’র স্বামীর নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।

তিনি উপস্থিত উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, এরকম অনাকাঙ্খিত মৃত্যু থেকে বেঁচে থাকতে  সকলকে সচেতন হতে হবে। এটা অত্যন্ত জরুরি। ফলে ঝড়-বৃষ্টি চলাকালীন সময়ে সকলকে নিজ নিজ ঘরে কিংবা নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ জানান।

উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, হাউলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন সহ আরো অনেকে।

প্রসঙ্গত, গত বুধবার বিকালে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাড়িতে নিজেদের আম গাছের আম কুড়াতে শুরু করে সাকিনা খাতুন সহ অন্য সদস্যরা। আম কুড়ানোর মধ্যে  ঘরের পাশে থাকা ফজলি গাছের ডাল ভেঙে পড়েন তার উপর। এতে সে মারাত্মকভাবে আহত হন।

এসময় পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন। হাসপাতালে পৌঁছালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: