আমার শৈশব টা ফিরিয়ে দিও তুমি

ইসলাম সাইফুল
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

আমার শৈশব টা ফিরিয়ে দিও তুমি

ইসলাম সাইফুল

——————————————————

আমার শৈশব টা ফিরিয়ে দিও তুমি

আমি আমার চাকুরি টা দিয়ে দিব।

আমাকে ফিরিয়ে দিও সেই সবুজ খেলার মাঠ

আমি একটি বিষণ্ন সন্ধ্যা উপহার দিব

সেই যে ফেরারী বিলের জল

সেই যে শালুক শাপলা দল

সেই যে কলা গাছের ভেলা

সেই যে বর্ষা মাখা কাঁদা

আমায় তুমি দিও

আমি তোমাকে বিশ তলা দালান দিব ।

আমি তোমাকে ডেনিম কোন মিল দিব।

আমায় তুমি একটি বিকেল দিও

দিও স্বার্থ হীন বন্ধু দের হাসি

দিও আমের বড়ায় কাচা পাতার বাশি

আমায় তুমি দিও তোমার দাত খোলা হাসি ।।

আমি তোমাকে সিনেপ্লেকস দিব

দিব স্যুটিং ক্লাবের চাবি

আমি তোমাকে বিলিয়ার্ড স্নোকার দিব

আমার শুধু একটা দারুণ দাবি

আমায় তুমি শৈশব দিও

দিও মুড়ালি বাতাশা পাটি

আমায় তুমি আকাশ দিও

দিও কাদাজলের মাটি

আমি এখন সব হারিয়ে

এই শহরে একা একা হাটি

ব্যস্ত শহর আধুলি দিয়ে

মিনিট কিনে হাটি ।।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: