স্বপ্ন
আব্দুল্লাহ আল-মামুন
আমার নীর-জীব কল্পনা,
ভেঙে পড়া গোধূলির রঙে
লেপ্টে পরে আছে তা;
পূরনো স্বপ্নের দেয়ালের নীরে,
মাঠে পড়ে যাবে -যাবে করে গোল!
সাত কোটি মানুষের মধ্যে
নিদ্রা বিহিন এক বালকের কল্পনা।
চারদিকে ধূসর অন্ধকার
ভেবেছি এ যেন অন্ধের অন্ধকার,
চাতক পাখির ঠোঁটে এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া,
লেপ্টে পরা স্বপ্নের নীর যেনো
শঙ্খ আকাশের তারা।