আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছে। সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর ডয়চে ভেলের।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানী বলেছেন, হেরাত প্রদেশের গুজারা জেলায় সোমবার রাত আনুমানিক নয়টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসুল্লিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ছয়জন নিহত হয়।
আব্দুল মতিন কানি মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ লিখেছেন, ‘ছয় বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।’
রাষ্ট্র নিয়ন্ত্রিত বাখতার নিউজ এজেন্সি হামলায় একই সংখ্যক মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে। এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।
You must be logged in to post a comment.