ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহে মোটর সাইকেলের বৈধ কাগজপত্রধারী চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।
রোববার সকালে শহরের মুজিব চত্বরে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেয়া হয়।
এসময় হেলমেট না থাকা বৈধ কাগজপত্রধারী চালকদের মামলা দিয়ে একটি করে হেলমেট উপহার ও হেলমেট থাকা চালকদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার হাসানুজ্জামান।
এছাড়াও যেসকল গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না তাদের বিরুদ্ধেআইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, ডিএসবি ওসি মীর শরিফুল হক, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, কাজী হাসানুজ্জামান, কামাল হোসেন, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট বুলবুল আহম্মেদ, নুরুজ্জামান, নাজমুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।