২৩ ফেব্রুয়ারী ২০১৯ || শনিবার || ০৩:৫১ অপরাহ্ন
শাহনেওয়াজ সুমন, ঝিাইদহ।।
ঝিনাইদহে দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ জুন ২০১৮ বুধবার দিনব্যাপী শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব, প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, হোসনে আরা, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া। ‘নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ’ এ বিষয়ে প্রতিযোগিতায় সদর উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় সরকারি কেসি কলেজ প্রথম, সরকারি বালক বিদ্যালয় ২য় ও কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ৩য় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদাণ করা হয়।