০৬ ডিসেম্বর ২০১৯ || শুক্রবার || ১০:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও সাধুহাটি ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সাগান্না ইউনিয়ন পরিষদের হল রুমে ৩ নং সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুনের সভাপতিত্বে কর্মীসভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু।
বিশেষ অতিথি ছিল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহাম্মেদ , প্রধান বক্তা ছিলো থানা বিএনপির যুগ্নআহবায়ক আব্দুল খালেক এসময় উপজেলার সাধুহাটি ও সাগান্না ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের দলীয় সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু তার বক্তব্যে বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপির আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রোগামে সকল ইউনিয়ন শাখার নেত্রীবৃন্দ কে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রধান করে।
তিনি জানান, সৎ ও দলের নিবেদিত প্রাণ নেতা-কর্মীই আগামীতে জাতীয়তাবাদী বিএনপি দলে নেতৃত্বে আসবে। কর্মীসভা কে ঘিরে দলের নেতা-কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মেম্বার।
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.