১১ ডিসেম্বর ২০১৯ || বুধবার || ০৬:২৪ পূর্বাহ্ন
হৃদয়ের প্রিয় বন্ধু
সাংবাদিক এম. টুকু মাহমুদ
বন্ধু হয়ে আমার যখন হাতটা ধরে ছিস,,
বন্ধু হয়েই চিরকাল হাতটা ধরে রাখিস।।
বন্ধু মানেই দুই দেহ এক ই আত্মা,,
বন্ধু মানে এক ই রাতে এক টাই সত্বা।।
তুই আমার আপন জন তুই আমার কলিজা,,
শত্রু আসলে বলবো আমি তোরা দূরে সরে যা।
চোখ টা যখন বন্ধ করি তোকেই শুধু দেখি,,
কলম টা হাতে নিলে তোর কথা ই লিখি।।
এই হৃদয়ে কোন জায়গায় তুই বসে আছিস,,
বন্ধু হয়ে ভালোবেসে কাছে টেনে নিস।
তুই যখন অভিমানে কথা বলিস না,,
তখন আমি মরে যাবো এটা ভুলিস না।।
আমার হাতে হাত রেখে কথা দিয়ে যা,,
চিরোজীবন পাশে থাকবি আমায় ছেড়ে যাবিনা
সব মানুষ ই বন্ধু হতে পারে না।
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.