১১ ডিসেম্বর ২০১৯ || বুধবার || ০৬:৪৩ অপরাহ্ন
।। অন্যদৃষ্টি স্পোর্টস ডেস্ক ।।
টি-২০ ছাড়িয়ে টি-১০ ওভারের ক্রিকেট যুদ্ধ। আবুধাবীতে অনুষ্ঠিত টি-১০ ক্রিকেটের সেই লড়াইয়ে মারাঠা এ্যারাবিয়ান্স বাজিমাত করেছে। গত রবিবার ২৪শে নভেম্বর’১৯ টুর্নামেন্টের ফাইনালে তারা ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৮ উইকেটে হারিয়েছে। এ জয়ের ফলে ডোয়াইন ব্র্যাভোর নেতৃত্বাধীন দলটি প্রথমবারের মতো টি-১০ ক্রিকেটে ট্রফি জিতে নিলো।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মারাঠা এ্যারাবিয়ান্স প্রথমে বোলিং নেয়। নির্ধারিত ১০ ওভারে তারা ডেকানকে ৮৭ রানে আটকে রাখে। গ্ল্যাডিয়েটর্সদের হয়ে শেন ওয়াটসন থেকে শুরু করে কাইরন পোলার্ড টপঅর্ডারে ব্যাট হাতে চরম ব্যর্থ হন। দুই ক্রিকেটারই ২ অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
মিডলঅর্ডারে ভানুকা রাজপক্ষে ও আসিফ খান যথাক্রমে ২৩ ও ২৫ রান করায় দল ৮০ রানের গণ্ডি পার হয়। শেষ পর্যন্ত ১০ ওভারে ডেকান ৮ উইকেট খুঁইয়ে ৮৭ রান তোলে। মারাঠার হয়ে বল হাতে ব্র্যাভো ২ এবং ম্যাক্লেনাঘান-মালিঙ্গা-রাজিথা ১টি করে উইকেট নেন।
জবাবে চ্যাডউইক ওয়াল্টনের ৫১ রানের সুবাদে ৮ উইকেট হাতে রেখে এবং ২.৪ ওভার বাকি থাকতেই মারাঠা এ্যারাবিয়ান্স ম্যাচ জিতে যায়। যুবরাজ-মালিঙ্গারা প্রথমবারের মতো ট্রফি জয়ের আনন্দে মাতেন।
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.