১২ ডিসেম্বর ২০১৯ || বৃহস্পতিবার || ০১:১৬ অপরাহ্ন
অন্যদৃষ্টি ডেস্ক।।
১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ করে দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
৩০ দিন দিনে ৪৪ হাজার ৬৪০ মিনিট মাত্র ১৫০ টাকায় কথা বলার সুযোগ করে দিচ্ছেন বিটিসিএল কর্তৃপক্ষ। সেই সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাসিক লাইন রেন্ট বাতিল করা হয়েছে। মাসিক ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি তত মিনিট কল করা যাবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিটিসিএল টেলিফোন সেবা আরও জনবান্ধব ও সময়োপযোগী করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
এসময় মন্ত্রী আরো জানান, বর্তমানে বিটিসিএলের ফোনের মাসিক লাইন রেন্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৬০ টাকা, অন্য জেলা শহরে ১২০ এবং উপজেলায় ৮০ টাকা ছিল। বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা। বর্তমানে বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে চার্জ ৮০ পয়সা। বর্তমানে বিটিসিলের গ্রাহক সংখ্যা ছয় লাখের মতো।
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.