১২ ডিসেম্বর ২০১৯ || বৃহস্পতিবার || ০৫:৩২ পূর্বাহ্ন
যোবায়ের শামীম, সুনামগঞ্জ।।
সুনামগন্জের ধর্মপাশা উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কালাগড় সাউদপাড়া গোলাপপুর কার্তিকপুর নবাবপুর রামপুর আন্তরপুর ও রুপনগরসহ কয়েকটি গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়।
বৃহষ্পতিবার (১৮ জুলাই) দুপুরে “স্টুডেন্টস এসোসিয়েশন অব নর্থ বংশীকুন্ডা,সিলেট’র পহ্ম থেকে বন্যা কবলিতদের মাঝে এ ত্রান বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, “স্টুডেন্টস এসোসিয়েশন অব নর্থ বংশীকুন্ডা,সিলেট। (SANB) এর সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.