১২ ডিসেম্বর ২০১৯ || বৃহস্পতিবার || ০১:১৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক।।
দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে সোমবার (২৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিজেদের লক্ষ্য পূরণের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না টাইগাররা।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। অবশ্য আগে ব্যাট করতেই বাংলাদেশ পছন্দ করে বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি।
আফগানদের বিপক্ষে দলে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত।
এদিকে সেমিফাইলে খেলতে আজকের ম্যাচসহ আসরের বাকী তিন ম্যাচেই জয় পেতে হবে বাংলাদেশকে। তিন ম্যাচে জয় পেলে, পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ নিশ্চিত করবে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। তাই টুর্নামেন্টে এ পর্যন্ত জয়হীন থাকা আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ।
সাউদাম্পটনের রোজ বোলে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১০ মিনিট পিছিয়ে গেছে টস। সব ঠিক থাকলে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪০) মিনিটে শুরু হবে খেলা।
ব্যাটিং অর্ডারে তুখোড় ফর্মে আছেন সাকিব আল হাসান। ৫ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেছেন সাকিব। বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় বর্তমানে দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। ফর্মে আছেন মুশফিকুর রহিমও। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ৫ ম্যাচে রান করেছেন ২৪৪।
আগের ম্যাচে তামিম-মাহমুদুল্লাহর রানে ফেরা, ভালো ইঙ্গিত। তবে ভালো শুরু করেও, এখন পর্যন্ত বড় ইনিংস পাননি ওপেনার সৌম্য সরকার। মিডল-অর্ডারে প্রথম তিন ম্যাচে মোহাম্মদ মিথুন ব্যর্থ হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সুযোগ পান লিটন দাস। সুযোগ পেয়েই নিজের জাত চেনান তিনি। তাই ব্যাটসম্যানরা একসাথে জ্বলে উঠতে পারলে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে সমস্যা হবে না বাংলাদেশের।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২৮/১।
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.