২২ ফেব্রুয়ারী ২০১৯ || শুক্রবার || ১১:০১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক ।।
তামিম ইকবালের পর প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে শতক তুলে নিয়েছেন সৌম্য সরকার। ৭৭ বল মোকাবেলায় ৭ চার আর ৬ ছক্কায় কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পেয়েছেন তিনি। তার আর মাশরাফির ব্যাটে জয়ের পথে এগোচ্ছে স্বাগতিকরা।
এক পর্যায়ে দলীয় ২৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বসলে নাটকীয়তায় মোড় ম্যাচটি। তবে সপ্তম উইকেট জুটিতে সৌম্য আর মাশরাফির ব্যাটিং দৃঢ়তায় সে বিপর্যয় কাটিয়ে ম্যাচ জয়ের পথে নিজেদের ফিরিয়ে আনে স্বাগতিকরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০.৪ ওভারের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩১৪ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ১৮ রান। ১০৩ রান নিয়ে সৌম্য ও ২২ রান নিয়ে ব্যাট করছেন মাশরাফি।
অন্যদৃষ্টি/এলিস হক