শিশু ইসমাঈল যবাই

আবদুল মান্নান
বুধবার, ২২ জুলাই, ২০২০, ৬:৪১ অপরাহ্ন
আবদুল মান্নান

শিশু ইসমাঈল যবাই

————————————————————————

জাতির পিতা ইব্ৰাহীম (আ:)

ছিলেন নিৰ্দেশিত ।

প্ৰিয় বৎসের কোরবানী

স্বপ্নে প্ৰদৰ্শিত।

 

বাৰ্ধক্য কালের ছেলের প্ৰতি

ছিল অগাধ প্ৰীতি।

যবাই করতে মিনায় ছেলে

মনে রবের ভীতি।

 

কুটচাল নিয়ে আসল শয়তান

চাইল করতে নিবৃত!

পিতা-পুত্ৰের ঈমানী শক্তি

ব্যৰ্থ ইবলিশ বিব্ৰত।

 

যবাই করতে শিশু ইসমাঈল(আ)

করলেন বাবা কাত !

ধারালো ছুরি সঙ্গে নিয়ে

বাড়ালেন তার দুই হাত !

 

পুত্ৰ বলে, বাবা মুখে আমার

দাওয়া ঢাকিয়ে কাপড় !

পুত্ৰ প্ৰীতি রবের আদেশ পালন

না দেয় যেন আচড়।

 

ছুরির প্ৰতি আদেশ রবের

না কাটতে পুত্ৰের গলা

রবের আদেশ পুত্ৰ কোরবান

পেলেন রব তুষ্টির মালা।

 

যবাই দিতে ব্যৰ্থ পিতা

পেলেন রবের ডাক!

“স্বপ্ন তোমার সত্যি করলে”

শুনে বাবা হতবাক।

 

পুত্ৰের দেহে রব আদেশে

গলায় তামা মুড়ানো !

মাথা ঝাঁকিয়ে দেখলেন খলিল

জিব্ৰাইল পাশে দাড়ানো।

 

আনলেন তিনি জান্নাতী দুব্বা

দ্ৰুত বাবার কাছে !

পুত্ৰ মিলে কোরবান দিলেন

জিব্ৰাইল তাদের সাথে মিশে।

 

এমনি করে বাবা খলিল

স্বপ্ন করলেন সত্য !

এই কাহিনী নিখাঁদ খাঁটি

আল-কোরআনের তথ্য।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com