শতভাগ উৎসব ভাতার দাবীতে শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৬:৩৪ অপরাহ্ন
শতভাগ উৎসব ভাতার দাবীতে শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসবভাতা প্রদানের দাবীতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সরকারি বেতনভূক্ত প্রজাতন্ত্রের অন্যান্য খাতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বছরে মূল বেতনের সমপরিপাণ দুটি উৎসব ভাতা পেলেও বিগত ১৭ বছর যাবত এমপিওভূক্ত শিক্ষকগণ মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা ৫০% হারে উৎসব ভাতা পান। শিক্ষক-কর্মচারীগণ আশা করেছিলেন চলতি মুজিববর্ষে শতভাগ উৎসব ভাতা প্রদান করা হবে।

 

কিন্তু আসন্ন ঈদ উপলক্ষে পূর্বের নিয়মে উৎসব ভাতা প্রদান করায় তারা হতাশ ও মর্মহত।

 

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের পক্ষ থেকে চলতি মুজিব বর্ষে শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবী জানানো হয়।

নেতৃবৃন্দ চলতি মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবী জানান।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোদাচ্ছির আলম, সিলেট জেলা সাধারণ সম্পাদক জোতিষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম এ মতিন, সাজু সরকার, অর্থ সম্পাদক কামরুল আনাম চৌধুরী, কার্যকরী সদস্য সুব্রত রায় প্রমুখ।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com