ভারতের কৃষক বিক্ষোভের মুখে জাহ্নবী

বিনোদন ডেস্ক ।।
শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ২:২৭ অপরাহ্ন

আগামী ছবির শ্যুটিং করতে ভারতের পাঞ্জাবে গিয়ে কৃষক বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী জাহ্নবী কপুর। বিক্ষোভের জেরে বেশ কয়েক ঘণ্টা শ্যুটিং বন্ধ রাখতে হয়। যদিও পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা।

তাদের দাবি ছিল, কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়ে অভিনেত্রীকে প্রকাশ্য বিবৃতি দিতে হবে। জাহ্নবী কপুর সম্মত হলে বিক্ষোভকারী কৃষকরা শ্যুটিংস্পট ছেড়ে চলে যান। ফের ছবির দৃশ্যগ্রহণও শুরু হয়। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।
বিক্ষোভের এই ঘটনাটি ঘটেছে সোমবার (১১ জানুয়ারি)। আনন্দ এল রাইয়ের আগামী ছবি ‘গুড লাক জেরি’র শ্যুটিং চলছিল। ২০-৩০ কৃষক শ্যুটিংস্পটে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। বিক্ষোভকারীদের একমাত্র দাবি ছিল, শ্যুটিং লোকেশনে যে অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, তাদের কৃষকদের পক্ষ নিয়ে কৃষি আইনের বিরোধিতা করে জনসমক্ষে বিবৃতি দিতে হবে। ছবির কলাকুশলীরা আশ্বাস দিলে, বিক্ষোভ উঠে যায়। তবে বিক্ষোভের জের দুই-তিন ঘণ্টা শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল।

প্রতিশ্রুতি মতো ওই বিক্ষোভের পর কৃষকদের সমর্থন জানিয়ে ‘ধড়ক’ ছবির অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টও করেন। কৃষকদের দেশের ‘হৃদপিণ্ড’ হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, কৃষকরা আমাদের অন্নদাতা। দেশবাসীকে খাওয়ানোর ক্ষেত্রে কৃষকদের ভূমিকার কথা মনে করিয়ে তিনি বলেন, আশা করি, কৃষকরা উপকৃত হন এমন একটা সিদ্ধান্ত দ্রুত গৃহীত হবে।’

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com