নওগাঁয় মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৮:১১ অপরাহ্ন

আর আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁয় মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের এটিএম মাঠে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

এসময় অন্যান্যোর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ সদর, ফারজানা আক্তার, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ, নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ ইকবাল শাহারিয়ার রাসেল, নওগাঁ সদর মডেল থানার ও‘সি সোহরাওয়াদী হোসেন সহ বিভিন্ন সরকারী বেরকারী কর্মকর্তা, আওয়ামীলীগের নেতা কর্মী ও বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রী  উপস্থিত ছিলেন। এই মুজিববর্ষ জাতীয় স্কুল বালক ও বালিকা কাবাডি খেলায় সারা দেশের ২৪টি উপজেলা অংশ গ্রহণ করবেন।

তবে শুধু নওগাঁ জেলার ১১টি উপজেলায় মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক ও বালিকা) অংশ গ্রহণ করবেন ।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com