সুবিধা বাড়লেও বাড়েনি শিক্ষার মান: ইউজিসি চেয়ারম্যান

অনি আতিকুর রহমান ,ইবি প্রতিনিধি।।
সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৬:১১ অপরাহ্ন

বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষারগুণগত মান বাড়েনি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে এসি রুম, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের গুণগত মান বাড়তেছেনা। আমাদের এখন কোয়ালিটির উপরে ফোকাস দিতে হবে। মান সম্পন্ন শিক্ষার জন্য বেসিক নলেজের পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে। যোগাযোগের জন্য ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রী শেষ করার পর চাকরিতে সমস্যার সম্মুখিন হবেভ।

তিনি বলেন, আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে ও অবস্থার পরিবর্তন করে এগিয়ে যেতে হবে। ফলে শিক্ষা কারিকুলাম রি-ডিজাইন করে শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দিতে হবে। রোববার রাতে ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ইবি উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া। এছাড়া কর্মচারী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান বক্তব্য দেন।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com