যশোর পলিটেকনিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ:সভাপতিসহ ৬ জন আহত॥ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৭ অপরাহ্ন

এম.হক্, যশোর সদর ।।

একজন ছাত্রীকে উত্যক্তের জের ধরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগেরসভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

এ সময় প্রতিপক্ষ সাধারণ সম্পাদকগ্রুপের হামলায় সভাপতি শাহেদ আলী পলাশসহ ৬ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ইনস্টিটিউটেরঅধ্যক্ষের কক্ষের দরজা ও জানালা। হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি ইনস্টিটিউটের পাওয়ার বিভাগেরইনস্ট্রাক্টর মো. আবু তারিক সিদ্দিকী। হামলাকারীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এ ঘটনায় ওইশিক্ষক দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আমার সার্ভিস জীবনের ২৯ বছরে এমন অসম্মানিত হতে হয়নি।’ এদিকেপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারী কাউকে পুলিশ আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণেটেলিকমিশন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী একই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রকে দেখে ওড়না দিয়ে মুখ ঢেকেরাখেন। এ দৃশ্য দেখে ওই ছাত্র তাকে আজেবাজে কথা বলেন। এর প্রতিবাদ করেন এক ছাত্র প্রতিবাদকারীছাত্র ওই ছাত্রীর নিকট আত্মীয়।

 এক পর্যায়ে এ ঘটনার জের ধরে ছাত্রলীগের সভাপতি শাহেদ আলী পলাশগ্রুপ উত্যক্তকারী ছাত্রের পক্ষে এবং সাধারণ সম্পাদক ইমরান শিকদার গ্রুপ ভুক্তভোগী ছাত্রীর পক্ষেঅবস্থান নিলে ইনস্টিটিউট ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর কিছু সময় পর বহিরাগত কয়েকজনযুবককে সাথে নিয়ে লাঠিসোটা সহকারে সাধারণ সম্পাদক গ্রুপ সভাপতি গ্রুপের লোকজনকে ধাওয়া করেন।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com