ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৪:১২ অপরাহ্ন
ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি রকেট হামলা চালানো হয়েছে।

বুধবারের (৩০ সেপ্টেম্বর) ওই হামলায়  তিনটি রকেট মার্কিন সেনা অবস্থানকারী একটি ঘাঁটিতে আঘাত হেনেছে। আর বাকি তিনটি আছড়ে পড়েছে ওই ঘাঁটির বাইরে। তবে এতে কোনও মার্কিন হতাহত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি।

মার্কিন সেনা অবস্থানে নতুন রকেট হামলা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলছেন, সাধারণত যেসব রকেট ব্যবহার হয় নতুন হামলায় তার চেয়ে বড়গুলো ব্যবহার হয়েছে। নিনেভেহ প্রদেশের শেক আমির শহরের দিক থেকে এসব রকেট হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই শহরটি নিয়ন্ত্রণ করে শিয়া আধাসামরিক বাহিনী হাসাদ আল শাব্বি। তবে কর্তৃপক্ষটির দাবি রকেটগুলো একটি দুর্গম অঞ্চলে আছড়ে পড়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে অঞ্চল থেকে রকেট ছোঁড়া হয়েছে সেই অঞ্চলের নিরাপত্তা কমান্ডারকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই বিষয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com