এইচএসসি পরীক্ষার প্রস্তুতি- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ৯:০৮ পূর্বাহ্ন

জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

১।        ক) বায়োমেট্রিকস হচ্ছে এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে মানুষের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তি শনাক্তকরণের কাজ করা যায়।

২।         ক) দ্রুত গতিতে এবং কম খরচে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে উপাত্ত আদান-প্রদানের জন্য ব্যবহৃত আন্ত যোগাযোগ পদ্ধতিকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক।

৩।        ক) বর্তমানে সব মাইক্রো কম্পিউটারের অভ্যন্তরে নেগেটিভ নম্বর প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় ২-এর পরিপূরক পদ্ধতি।

৪।        ক) কম্পিউটারের অভ্যন্তরে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার জন্য যেসব গেট মূলে কাজ করে

তাদের মৌলিক গেট বলা হয়।

৫।        ক) ইন্টারনেটের কল্যাণে দ্রুতগতিতে এবং কম খরচে তথ্য প্রকাশ করার জন্য ব্যবহৃত পদ্ধতিকেই বলা হয় ওয়েবসাইট, যা কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত।

৬।        ক) প্রগ্রামে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবহৃত স্টেটমেন্টগুলোকে বলা হয় ডিসিশন স্টেটমেন্ট।

৭।        ক) প্রগ্রামে পুনরাবৃত্তিমূলক কাজ করার জন্য ব্যবহৃত পদ্ধতিকেই বলা হয় লুপ অথবা চক্রাবর্ত।

৮।       ক) যেসব ভাষা ব্যবহার করে ডাটাবেস থেকে রেকর্ড অনুসন্ধান করা হয়, তাদেরই কুয়েরি ভাষা বলা হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com