উচ্চমাধ্যমিকের অ্যাসাইনমেন্ট আবারো স্থগিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৯:০৭ পূর্বাহ্ন

২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

শনিবার (২৪ জুলাই) অধিদপ্তর থেকে উচ্চমাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করে নির্দেশনা জারি করা হয়।

এতে অধিদপ্তর বলছে, ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চলমান আছে। ইতোমধ্যে গ্রীড অনুযায়ী ৪র্থ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে ১৪ জুলাই পর্যন্ত ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল। লকডাউনের কারণে ১ জুলাই থেকে এ কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com