হরিণাকুণ্ডু উপজেলার নারায়নকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে( ২ নভেম্বর )বুধবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ঝিনাইদহ এর আয়োজনে ঝিনাইদহ জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোজ কুমার নাথ, জেলা প্রশাসক ঝিনাইদহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল করিম মিন্টু, মেয়র, ঝিনাইদহ পৌরসভা, মোঃ জাহাঙ্গীর হোসাইন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হরিণাকুন্ডু, ঝিনাইদহ, সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, হরিণাকুন্ডু, ঝিনাইদহ, রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), হরিণাকুন্ডু, ঝিনাইদহ, মোঃ আব্দুর রহিম মোল্লা, অফিসার ইনচার্জ, হরিণাকুন্ডু থানা, মোঃ মুনজুর আলম, চেয়ারম্যান, ৩ নং তাহেরহুূদা ইউনিয়ন পরিষদ, হরিণাকুন্ডু, এস এম আবদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, হরিণাকুন্ডু, ঝিনাইদহ ও মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা, হরিণাকুন্ডু, ঝিনাইদহ।
উল্লেখ্য সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মহিলাদ্বয় উপস্থিত ছিলেন।