ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা আ’লীগের বর্ধীত সভা হয়েছে । সোমবার (৩০ নভেম্বর)সন্ধায় জেলা পরিষদ ডাকবাংলোতে হরিণাকুণ্ডু উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ বর্ধীত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’ লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম , ইউনিয়ন সভাপতি ও উপজেলা আ’ লীগের সদস্য মঞ্জুর আলম , সাব্দার রহমান , জেলা কৃষকলীগের সদস্য বদিউল আলম , সাবেক ছাত্রনেতা ও উপজেলা আ’ লীগের নেতা আমিরুজ্জামান পলাশ , পৌর আ’ লীগের সভাপতি ও পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু , উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল , জোড়াদাহ আ’ লীগের সভাপতি জহির রায়হান ,উপজেলা শ্রমীক লীগের আহ্বায়ক আব্দু হান্নান সহ সকল ইউনিয়ন আ’ লীগের সভাপতি , পৌর যুবলীগের সভাপতি আবু সাইদ টুনু , ভায়না ইউনিয়ন যুলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন , উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিগ্যান আলী ।
এসময় উপজেলা আ’ লীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম টিপু মল্লিক , আ,লীগের নেতা বাবু সঞ্জয় কুমার রায় চৌধুরী , ভায়না আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান , জোড়াদাহ আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ লালচান সহ পৌর , ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ , যুবলীগ , শ্রমীকলীগ , কৃষকলীগ , ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় আগামী ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস , ১
উল্লেখ্য ৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস সহ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ব্যপক উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ।