নোয়াখালীর সুবর্ণচরে দঃ চরমজিদ গ্রাম থেকে ১৯ জানুয়ারী সন্ধ্যা ৬টায় ৩০পিস ইয়াবা সহ রোজিনা খাতুন( ২৬) নামে এক নারীকে আটক করেছে ভূয়ারহাট ফাঁড়ি থানার এস আই মনির হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে চরমজিদ গ্রামের সেলিম বাজার ব্যারাক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে দক্ষিণ চরমজিদ গ্রামের ইয়াবা ব্যবসায়ী ফারুক হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান ফারুক হোসেন ইয়াবার এজেন্টদার। দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। সে উপজেলার বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালিয়ে গ্রাহককে ইয়াবা পৌঁছে দিত। একাজে তার স্ত্রী তাকে সহযোগিতা করতো। এলাকা বাসী আরো জানান প্রতিদিনের মত ফারুক ইয়াবা বিক্রি করে অবশিষ্ট ৩০ পিজ নিয়ে ঘরে এনে তার স্ত্রীর কাছে রেখে ঘরের বাহিরে যায়।
এমত অবস্থায় পুলিশ এসে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক পালিয়ে যায়। পুলিশ ৩০ পিস ইয়াবাসহ তার স্ত্রী রোজিনা বেগম কে হাতে নাথে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. ইব্রাহিম খলিল মামলার বিষয় টি নিশ্চিত করেন