কুষ্টিয়ার মিরপুরে অগ্নিকান্ডে ৩টি ফার্ণিচারের দোকান পুড়ে যায়।
এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।
রোববার (২৪ জানুয়ারি) সকালে জিয়া সড়কে কাঠের ফার্ণিচারের দোকানে আগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে ৩টি দোকান পুড়ে যায় বলে ফায়ার সাভিস এন্ড সির্ভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন নিশ্চিত করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন মানিক শেখ, জাকির হোসেন ও ইসমাইল হোসেন।
এ ব্যাপারে ফায়ার সাভিস এন্ড সির্ভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা দোকানের তালা ভেঙ্গে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই দোকানের ভেতরের মালামাল ভস্মিভ‚ত হয়ে যায়।
তিনি আরো বলেন, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কাঠ ও কাঠের বিভিন্ন ফার্ণিচার ও রং করা বার্নিশ থাকায় আগুণ মুহূর্তের মধ্য গোটা দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।