মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বহড়া গ্রামে বসেছিল গুরুবাদী,ভক্ত জাকেরান ও সুফীগণের মহামিলন মেলা।
“শাহ সূফি হযরত মজিদ ফকির আল চিশতি (রঃ) এর ৪১ তম বার্ষিক ওরশে মিলাদ মাহফিল,শিন্নি বিতরণ, সাধু সঙ্গ, আধ্যাত্মিক আলোচনা ও ভাববৈঠকী গান পরিবেশিত হয়।
এ দিন বহড়া পাঁক দরবার শরীফের নতুন খেলাফতপ্রাপ্ত হন ” শাহ সূফি হযরত মজিদ ফকির আল চিশতি (রহঃ) সুযোগ্য বড় ছেলে “শাহ সূফি ফিরোজ আহম্মেদ “।