ঝিনাইদহে ভাষাসৈনিক মুসা মিয়া আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় ২০/০২/২০২১ তারিখ রোজ শনিবার বিকাল তিনটায়।
ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানটি হয় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। সার্বিক সহযোগিতায় ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসন,প্রধান পৃষ্ঠ পোশকতায় জাহেদী ফাউন্ডেশন।আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ঝিনাইদহ। ঝিনাইদহ জেলায় বিরাট জমজমাট উদ্দীপনার মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুল হাই, জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ১.বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব এ্যাডভোকেট এস.এম.মুনির,অতিরিক্ত এটর্নি জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ পুলিশ সুপার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব কনক কান্তি দাস,চেয়ারম্যান জেলা পরিষদ ঝিনাইদহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল, নির্বাহী পরিচালক জাহেদী ফাউন্ডেশন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সাইদুল করিম মিন্টু, মেয়র ঝিনাইদহ পৌরসভা ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সরোজ কুমার নাথ, জেলা প্রশাসক ঝিনাইদহ। আরও সকল সহযোগিতায় ছিলেন জনাব মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী (হিজল)।
উদ্বোধন অনুষ্ঠানের পরপরই সাধুহাটি ইউনিয়ন বনাম কুমড়োবাড়িয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়। এই খেলায় কুমড়োবাড়িয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ৪-০ গোলে জয়ী হয়।