ঝিনাইদহে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে ৩০ জন প্রশিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সাফল্যের সাথে শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) খুলনা বিভাগীয় অঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ, কৃষি মন্ত্রানালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও কর্মী ও অন্যান্য ৩০ জন প্রশিক্ষককে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ সাফল্যের সাথে শেষ হয়েছে। উল্লিখিত বিষয়ের একাংশে প্রশিক্ষণদেন একাধিক বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত, কেচোঁসার উৎপাদন উদ্যোক্তা, কালীগঞ্জের কার্ড মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগম। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডঃ মোঃ নুর আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। প্রশিক্ষকদের আরো প্রশিক্ষণ দেন, পুষ্টিবিদ, কৃষি কর্মকর্তা, মৎস কর্মকর্তা ও প্রাণী সম্পাদ কর্মকর্তাগণ।