রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে গোদাগাড়ী উপজেলা শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শদীদের ফুল দিয়ে স্মরণ করা হয়।
সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়। সকাল ৯ টায় উপজেলা শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সুফিয়া খাতুন মিলি।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল আব্দুর রাজ্জাক খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ শরিফুল ইসলাম প্রমূখ।
এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।