করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি প্রতিরোধ জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাস নির্মূল করনীয় শীর্ষক ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করণ মতবিনিময় ও আলোচনা সভা করেছে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন।
১২ই জানুয়ারী মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই এর সভাপতিত্বে বিকাল চার টায় উপজেলা সভাকক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক (রনি), শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সম্মানিত ইমাম ও মোয়াজ্জেমগণ।
উক্ত সভায় বক্তারা সম্মানিত ইমাম ও মোয়াজ্জেম সাহেবদেরকে লক্ষ্য করে বলেন, দেশ ও জাতির কল্যানে, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মসজিদের ইমাম মোয়াজ্জেম গুরুত্বপূর্ণ ভুমিকা ও অবদান রয়েছে। তাই করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করনীয় কাজে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা থাকলে সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে সফলতা আসবে বলে আমারা বিশ্বাস করি।